ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশডোম ইনোর কাছে ক্ষতিপূরণ দাবি ভুক্তভোগী ফ্ল্যাট ও জমির মালিকদের

ডোম ইনোর কাছে ক্ষতিপূরণ দাবি ভুক্তভোগী ফ্ল্যাট ও জমির মালিকদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের ভাই আব্দুস সালামের মালিকানাধীন ডেভলপার কোম্পানি ডোম-ইনোর সঙ্গে জমি উন্নয়নের চুক্তি ও ফ্ল্যাট কিনে পথে বসেছে কয়েকশত ফ্ল্যাট গ্রহীতা এবং জমির মালিক। জীবনের শেষ সম্বল ফেরত অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। মানববন্ধনে ডোম ইনোর মালিক আব্দুস সালামের কুষ্পত্তলিকা দাহ করেছে ক্ষতিগ্রস্ত গ্ৰাহকরা।

শনিবার রাজধানীর বনানী থানার পাশে ডোম-ইনোর কার্যালয়ের সামনে মানববন্ধনে ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ আব্দুস সালামের শাস্তি দাবি করে নানা শ্লোগান দেন। ভুক্তভোগী জমি ও ফ্ল্যাট মালিক হুমায়ুন হাসান, আদনান সোবহান, সিহাব উদ্দিন আহমেদ, তোবারক হোসেন খান রিয়াদ, ফজলুর রহমান খান,মাইনুল আলম, তন্ময় মঞ্জুর এ মোরশেদ প্রমুখ বক্তব্য রাখেন। 

তারা বলেন, ডোম-ইনো নামক একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে ৩-৪ বছরের মধ্যে প্রকল্প সমাপ্ত করার চুক্তিতে ৩০ জন জমির মালিকের ভুমিতে উন্নয়ন কাজ শুরু করে। চুক্তির শর্ত অনুযায়ী জমির মালিকদের সম্পুর্ণ অগ্ৰিম টাকাও দেয়া হয়নি । তাছাড়া গত ১৭ বছরে এমন ৫২টি প্রকল্পে মাত্র ৩০/৪০ শতাংশ কাজ করে গ্রাহকদের বিপদে ফেলেছে কোম্পানটি। তাছাড়া ওইসব প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দ নেয়া ৫ শতাধিক গ্রাহক ৭০ শতাংশ টাকা পরিশোধ করেও ফ্ল্যাট বুঝে পাচ্ছে না। দীর্ঘদিন থেকে কোম্পানির কর্তা ব্যক্তিরাও গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতারিত গ্রাহকরা। 

লিখিত বক্তব্যে তারা বলেন, কুখ্যাত, প্রতারক, ভন্ড রিয়েল এস্টেট কোম্পানি ডোম-ইনোর কাছ থেকে ফ্ল্যাট ক্রয় ও জমি উন্নয়ন করতে গিয়ে আমরা এক মহাসংকটে পতিত হয়ে প্রায় পথে বসেছি। বছরের পর বছর, দশকের পর দশক পার হতে চললো। তবু তাদের কাজ শেষ করার কোনো লক্ষণ নেই। মিষ্টি কথায়, মিথ্যা অজুহাত দিয়ে তারা আমাদের কষ্টার্জিত অর্থ লুটে নিয়ে নিয়ে কোন খাতে ব্যয় করছে, তা আমাদের অজানা। কবে কোন প্রকল্পের কাজ শেষ করবে, বা আদৌ করবে কিনা, সে সম্পর্কে তাদের কোনোই পরিকল্পনা নেই।

 

তারা আরও বলেন, আইনী পথের রয়েছে দীর্ঘসূত্রিতা এবং এর ব্যয়ভার আমাদের অনেকেরই অর্থনৈতিক অবস্থার কারণে বহন করা সম্ভব নয়। তাছাড়া বিগত স্বৈরাচারী সরকারের আমলে রিয়েল এস্টেট আইনটি একতরফাভাবে রিয়েল এস্টেট ব্যবসায়ীবান্ধব আইনে পরিণত করা হয়েছে। এর সুষ্ঠু সংষ্কার ছাড়া আমাদের পক্ষে যথাযথ প্রতিকার পাওয়া অসম্ভব। পরিস্থিতি আমাদের একতাবদ্ধ হয়ে পথে নামতে বাধ্য করেছে। এই প্রবঞ্চক কোম্পানির বিরুদ্ধে জমি ও ফ্ল্যাটমালিকদের প্রাপ্য অধিকার আদায়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। এসময় ৫দফা দাবি জানিয়ে তারা বলেন, ১. ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ফ্ল্যাট বরাদ্দগ্রহীতাদের জন্য ডোম ইনোর কাছ থেকে ক্ষতিপূরণসহ ন্যায্য সমাধান দিতে হবে। 

২.আমাদের কষ্টের টাকা নয়ছয় করে সারাদেশ জুড়ে ডোম ইনো এবং তার পরিচালনা পর্ষদ নামে বেনামে যে স্থাবর সম্পত্তি ক্রয় করেছে, তা বাজেয়াপ্ত করতে হবে। ৩.ডোম ইনো এবং তার পরিচালকদের সবার ব্যাংক হিসাব জব্দ করতে হবে। ৪. রিয়েল এস্টেট কোম্পানিদের প্রতিষ্ঠান রিহ্যাব থেকে ডোম ইনোকে বহিষ্কার এবং রিহ্যাবের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করতে হবে। ৫. ডোম ইনোর ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular