চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন কলা অনুষদ ভবন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কেন্দ্রটির বেশ কিছু বুথে গিয়ে ভোটারদের সারির দেখা মেলেনি। যদিও অন্যান্য কেন্দ্রের চিত্র ভিন্ন।
সরেজমিন গিয়ে দেখা যায়, নতুন কলা অনুষদ ভবন কেন্দ্রের ৩১২৫ নম্বর বুথে দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৫০টি। আর কেন্দ্রের প্রায় প্রতিটি কক্ষের সামনে ভোটার দাঁড়িয়ে আছেন চার থেকে পাঁচজন। যদিও কলা ও মানববিদ্যা অনুষদের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের এই কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ২৬৩ জন।
৩১২৫ নম্বর ভোটকক্ষে দায়িত্বপ্রাপ্ত এক নির্বাচনী কর্মকর্তা সমকালকে বলেন, শুরু থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম। ভোটগ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৫০টি। দুপুরের দিকে হয়তো ভোটার উপস্থিতি বাড়বে।
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার সকাল ৯টায় শুরু হয়। মোট ১৫টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ ১৩টি প্যানেল থেকে ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। পুরুষ ১৬ হাজার ৮৪ জন এবং মোট নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন। পাঁচটি অনুষদের ১৫টি ভোটকেন্দ্রের ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে।




