ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিনির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান সিপিবির

নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান সিপিবির

নিউজ ডেস্ক : চলমান সংস্কার কার্যক্রম ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজ এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।দলের নেতারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস পেরিয়ে গেলেও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা ছাড়া সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে না।

রাজধানীর পুরানা পল্টনে বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, মাহবুবুর আলম, সাজ্জাদ জহির চন্দন, ডা. সাজেদুল হক রুবেল, হাসান তারিক চৌধুরী, বিমল মজুমদার, মোতালেব হোসেন, খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রনেতা মাহির শাহরিয়ার রেজা প্রমুখ।

নেতারা বলেন, কমরেড ফরহাদ বৈষম্যমুক্ত সমাজ গড়ার সংগ্রামে গোটা জীবন ব্যয় করেছেন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী বাংলাদেশে আমৃত্যু তিনি গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং বৈষম্যমুক্ত সমাজ তথা সমাজতন্ত্রের সংগ্রামকে অগ্রসর করে নিয়ে গেছেন।

গতকাল বনানীতে ফরহাদের কবরস্থানে সিপিবিসহ বিভিন্ন সংগঠন ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া ফরহাদের জন্মস্থান পঞ্চগড়ের বোদাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular