ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনোয়াখালীতে পাঁচ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে পাঁচ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরমান হোসেন বিজয় (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আরমানের বিরুদ্ধে ডাকাতি, অপহরণহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জের সিংগাইরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হাতে প্রাণ হারিয়েছেন গাড়িচালক।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিহত আরমান হোসেন বিজয় হাজীপুর গ্রামের শাহীন চৌধুরীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একলাশপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আরমান। সঙ্গে ছিলেন দুজন। পথে ৪-৫ জন মোটরসাইকেল থামিয়ে ধারাল অস্ত্র দিয়ে আরমানকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ওই সময় বিজয়ের সঙ্গে থাকা দুজন হত্যার কারণ জানতে পারেননি।

বেগমগঞ্জ থানার (পরিদর্শক তদন্ত) হাবিবুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত আরমানের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular