ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশপঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

নিউজ ডেস্ক : পঞ্চগড়ে আবারও দুদিন ধরে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সূর্য দেখা দিলেও তীব্রতা একেবারেই কম পাওয়া যাচ্ছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, যখন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যায়, তখন শৈত্যপ্রবাহ বয়ে যায়। এই শৈত্যপ্রবাহের কারণে দুদিন ধরে মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, যা জনজীবনে বাড়তি দুর্ভোগ সৃষ্টি করেছে। উত্তরের হিমশীতল বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

আগের দিন, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় কৃষি শ্রমিকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। এক কৃষক জানান, গত দুদিন ধরে কুয়াশা এবং ঠান্ডা বাতাসের কারণে শাকসবজি সংগ্রহ করতে খুব কষ্ট হচ্ছে। তিনি বলেন, এই কুয়াশার কারণে ১০ হাত দূরেও কিছু দেখা যায় না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, এই তীব্র শীত আরও দুই-তিন দিন থাকতে পারে এবং জানুয়ারির শেষ সপ্তাহে শীতের প্রকোপ কিছুটা কমতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular