ঢাকা  সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধপুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলি গায়েবি মসজিদ এলাকায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মো. মাহবুব আলমকে (৪৩) নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার ভোররাতে চান্দগাঁও থানার ফয়জুল্লা বলির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডবলমুরিং এলাকার বাসিন্দা মো. মাহবুব আলমকে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামি মোহাম্মদ মাহবুব আলম নগরের চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর পৌনে পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিডিএমএস পর্যালোচনা করে মো. মাহবুব আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় নাশকতা এবং মাদকের ৬টি মামলার তথ্য পাওয়া যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর দুপুরে নগরের পাঠানটুলি গায়েবি মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে ওঠানো হয়। এক পর্যায়ে উপস্থিত কয়েকজনের সাথে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে হাতকড়াসহ গাড়ি থেকে পালিয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular