ঢাকা  শনিবার, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবিজ্ঞানী ও লেখক রেজাউর রহমানের দাফন আজ

বিজ্ঞানী ও লেখক রেজাউর রহমানের দাফন আজ

বিশিষ্ট বিজ্ঞানী ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ড. রেজাউর রহমানের দাফন হবে আজ বুধবার। পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার বাদ জোহর ধানমন্ডির ১২/এ সড়কের তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড জামে মসজিদে দ্বিতীয় জানাজার পর মসজিদ কমপ্লেক্স কবরস্থানে তাঁকে তাঁর বাবা মৌলভী মো. ফজলুর রহমানের কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে।

ড. রেজাউর রহমান গত রোববার ২৬ অক্টোবর সকাল সাড়ে দশটায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ১৩ অক্টোবর রাতে তিনি তাঁর ধানমন্ডির বাসায় তীব্র হৃদ্‌রোগে আক্রান্ত হন। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) হয়েছিল ১৫ অক্টোবর।

ড. রেজাউর রহমানের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। স্বজনেরা জানিয়েছেন, তাঁর দুই মেয়ে নীলাঞ্জনা রহমান ও মঞ্জুলিকা রহমান যুক্তরাষ্ট্রপ্রবাসী। বড় মেয়ে আগেই ঢাকায় এসেছিলেন। ছোট মেয়ে দেশে ফিরছেন। পরিবারের পক্ষ থেকে আজ বুধবার দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular