ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আহ্বান সারজিসের

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আহ্বান সারজিসের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শহরের সড়কব্যবস্থা সচল রাখতে ব্যাটারিচালিত ও অটো রিকশা চলাচল নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। সোমবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

সারজিস আলম বলেন, “পূর্বের মতো রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা চলতে পারে, তবে দিনের বেলায় শুধুমাত্র প্যাডেলচালিত রিকশার অনুমতি থাকা উচিত।

প্রধান সড়ক বা মহাসড়কে কোনো ধরনের রিকশাই চলাচল করতে পারবে না, কারণ এতে রিকশাচালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।”

তিনি আরও বলেন, “ঢাকা থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরগুলোর সড়কগুলো ক্রমেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার অব্যবস্থাপনা দুর্ঘটনা, যানজট ও বিশৃঙ্খলার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।”

এনসিপি নেতা মনে করেন, অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরগুলো এই অব্যবস্থাপনার দায় এড়াতে পারে না।

একই সঙ্গে তিনি রিকশাচালকদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প সমাধান বের করার আহ্বান জানান। তার মতে, নিয়ন্ত্রিত সময়সূচি ও জোনভিত্তিক চলাচলের মাধ্যমে সড়ক শৃঙ্খলা পুনরুদ্ধার সম্ভব।

ব্যাটারিচালিত রিকশার দখলে ঢাকার রাস্তা।। ছবি : সংগৃহীত।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular