ঢাকা  সোমবার, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষমক্কায় সৈয়দপুরের এক হজ্বযাত্রীর মৃত্যু

মক্কায় সৈয়দপুরের এক হজ্বযাত্রীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি : পবিত্র মক্কা শরিফে হজ্জ ২০২৫ এর উদ্দেশে গমন করা নীলফামারীর সৈয়দপুরের কাজিপাড়া নিবাসী মো. জাহিদুল ইসলাম রবিবার দিনগত রাত বাংলাদেশ সময় ১১ টায় মক্কার একটি মসজিদে ইবাদতরত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে —রাজেউন)।

জানা যায়, মরহুম জাহিদুল ইসলাম সস্ত্রীক এবার হজ্জে গিয়েছিলেন। ওইদিন ঘটনার রাতে তিনি মক্কায় মাগরিবের নামাজ পড়ে এশার নামাযের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় তিনি মসজিদেই লুটিয়ে পড়েন এবং ইন্তিকাল করেন। তার চার ছেলে এক মেয়ে রয়েছে।
মরহুমের জানাজা ও দাফন সৌদি আরবেই সম্পন্ন হবে বলে জানা গেছে।

মরহুম জাহিদুল ইসলাম গত ১৫ মে শহরের ইমন ট্র্যাভেলসের তত্ত্বাবধানে হজ্জ পালন করতে সৌদি আরব যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্র্যাভেলসের মুয়াল্লিম মো. শাহবাবুদ্দিন। তিনি পেশাগতভাবে রাজমিস্ত্রী হলেও পরবর্তীতে ঠিকাদারী কাজ করেন। তাঁর ব্যবহার ও চলাচলে তিনি সকলের কাছে প্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular