ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহে স্পিনিং মিলে মরদেহ , পরিবারের অভিযোগ হত্যা

ময়মনসিংহে স্পিনিং মিলে মরদেহ , পরিবারের অভিযোগ হত্যা

ময়মনসিংহের ভালুকায় ‘আরিফ স্পিনিং মিলে’ রবিউল ইসলাম (৪০) নামের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মেঘশিমুল গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।

মিলের ডেপুটি ম্যানেজার আরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় রবিউলকে দেখা না যাওয়ায় খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে এক শ্রমিক জানান, টয়লেটের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে রবিউলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী নাজমা আক্তার ও ছেলে সাইমের অভিযোগ, রবিউলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালিক বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular