নিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম—ফেসবুক ও অন্যান্য—ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নির্বাহী আদেশটি মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) খালিদ হোসেন স্বাক্ষরিত ও বুধবার, ২২ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) ও সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ, অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ ও দমন এবং বিচার সংক্রান্ত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ প্রযোজ্য রয়েছে। এসব নীতিমালা অমান্য করা হলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর ও শাস্তিযোগ্য অপরাধে পরিণত হতে পারে।
আদেশে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপযুক্ত পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে বিরত থাকতে হবে এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনে জাতীয় নিরাপত্তা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।
অধিদপ্তর থেকে নির্দেশনা দেশের সব সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে—যাতে তারা তাদের প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে এসব নির্দেশিকা মেনে চলার বিষয়ে সচেতনতা নিশ্চিত করেন। মাউশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে যে, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ ও ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ নিয়মিতভাবে রক্ষা করা হবে।
ঢাকানিউজ২৪/মহফ




