ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিলালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে তালা ভেঙে আগুন

লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে তালা ভেঙে আগুন

লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে তালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। আগুনে সেখানকার চেয়ার, টেবিল, আসবাবপত্র ও টেলিভিশন পুড়ে গেছে। শনিবার রাতে শহরের আলোরুপা মোড়ে পার্টির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে লুটপাটেরও অভিযোগ পাওয়া গছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৬ থেকে ৭টি মোটরসাইকেলে ১৪-১৫ জন লোক এসে জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অফিসের আসবাবপত্র বাইরে বের করে কার্যালয়ে আগুন জ্বালিয়ে চলে যায়।

পরে পাশের মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়রা গিয়ে পানি ঢেলে আগুণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে যায় জাপা কার্যালয়ের চেয়ার, টেবিল, আসবাবপত্র, টেলিভিশনসহ কিছু জিনিসপত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গিয়ে দেখি অফিস পুড়ে ছাই হয়েছে। কারা এ ঘটনায় ঘটাতে পারে সে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বিষয়টি দলীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular