ঢাকা  শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা২০২৫ সালে আয়ে শীর্ষে রোনালদো, মেসি দ্বিতীয়, সেরা দশে ইয়ামাল

২০২৫ সালে আয়ে শীর্ষে রোনালদো, মেসি দ্বিতীয়, সেরা দশে ইয়ামাল

আবারও ফোর্বস প্রকাশিত সর্বোচ্চ আয়ের ফুটবলারদের তালিকায় শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৫ সালে সিআরসেভেনের আয় ২৮ কোটি ডলার।

গত এক দশকে এ নিয়ে ষষ্ঠবারের মতো ফোর্বসের সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়ের তালিকায় শীর্ষস্থান দখল করলেন পর্তুগিজ কিংবদন্তী।

ফোর্বসের তথ্যমতে, ২০২৫-২৬ মৌসুমে ফুটবলারদের সম্মিলিত আয় ৯৪ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৪৫৯ কোটি টাকা। এ আয়ে সবচেয়ে বড় অংশটি রোনালদোর।

গত জুনে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের নতুন চুক্তি করা রোনালদো এ মৌসুমে ক্লাব থেকে আয় করবেন ২৩ কোটি ডলার। পাশাপাশি মাঠের স্পনসরশিপ মিলিয়ে রোনালদোর আয় দাঁড়াচ্ছে ২৮ কোটি ডলার।

ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি রয়েছেন তালিকার দুই নম্বরে। এ মৌসুমে তার আনুমানিক আয় ১৩ কোটি ডলার।

১০ কোটি ৪০ লাখ ডলার আয় নিয়ে তালিকার তৃতীয় স্থানে আল ইত্তিহাদের করিম বেনজেমা। পরের অবস্থানটি রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের। তার আয় প্রায় ৯ কোটি ৫০ লাখ ডলার। টপ ফাইভে থাকা ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হালান্ডের আয় ৮ কোটি ডলার। 

ফোর্বসের এবারের তালিকায় সবচেয়ে বড় দিক বেলিংহাম ও ইয়ামালের মতো তরুণদের উত্থান। বার্সার ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল ২০২৫ সালে সর্বোচ্চ আয়কারীর এই তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। দামি কিছু ব্র্যান্ডের সাথে চুক্তিতে তার আয় বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩০ লাখ ডলার।

ষষ্ঠ স্থানে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের আয় ৬ কোটি ডলার; সপ্তম স্থানে আছে মোহাম্মদ সালাহ, তার আয় ৫ কোটি ৫০ লাখ ডলার; ৫ কোটি ৪০ লাখ ডলার আয় নিয়ে আটে সাদিও মানে; নয় নম্বরে জায়গা পাওয়া জুড বেলিংহামের আয় ৪ কোটি ৪০ লাখ ডলার। আর ইয়ামাল তার নিজের নাম লিখিয়েছেন দশে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular