ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই যাওয়া যায় ৩৮ দেশে

বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই যাওয়া যায় ৩৮ দেশে

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী বাংলাদেশ এখন ১০০তম স্থানে অবস্থান করছে এবং বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই মোট ৩৮টি দেশে ভ্রমণ করতে পারবেন।

হেনলি ইনডেক্সের সাম্প্রতিক আপডেটে দেখা যায় যে বাংলাদেশ এর আগের অবস্থানের তুলনায় পয়েন্ট ও র‌্যাঙ্কে পিছিয়েছে; এই সূচক আন্তর্জাতিক ভ্রমণের পরিসর নির্ধারণ করে—কতগুলো গন্তব্যে আগাম ভিসা ছাড়া প্রবেশ সম্ভব সে অনুযায়ী দেশের স্কোর নির্ধারিত হয়। বৈশ্বিক তালিকায় শীর্ষে আছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি গন্তব্যে ভিসা ছাড়াই যেতে পারেন।

৩৮টি গন্তব্যের মধ্যে অন-অ্যারাইভাল (ভিসা-অন-অ্যারাইভাল) এবং ই-ভিসা সুবিধা যুক্ত কিছু দেশও আছে—উদাহরণ হিসেবে তালিকায় উল্লেখ করা হয়েছে ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, মোজাম্বিক এবং বাহামাস। এই সুবিধাগুলো দেশে দেশে ভিন্ন রকম; অর্থাৎ কিছু দেশে পৌঁছে ভিসা পাওয়া যায়, আবার কিছু ক্ষেত্রে আগেই ই-ভিসা নিতে হতে পারে।

স্থানীয় সংবাদ বিশ্লেষণে বলা হচ্ছে, ভ্রমণবিধি ও কূটনৈতিক সম্পর্কের পরিবর্তন, কিছুকালের মধ্যে দেশগুলোর ভিসা নীতির পরিবর্তন এবং আন্তর্জাতিক নিরাপত্তা নীতির প্রভাব মিলিয়ে যাত্রাবাধায় এই ধরণের ওঠা-নামা ঘটে—এ কারণেই পাসপোর্ট শক্তির র‌্যাঙ্ক সময়ের সঙ্গে বদলাতে থাকে।

ভ্রমণকারীরা পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেট বা অফিসিয়াল ভিসা সাইটে গিয়ে সর্বশেষ নিয়ম-শর্ত চেক করতে বলছে বিশেষজ্ঞরা, কারণ অন-অ্যারাইভাল বা ই-ভিসার শর্ত দ্রুত পরিবর্তিত হতে পারে এবং কিছু ক্ষেত্রে বিশেষ স্বাস্থ্য বা ডকুমেন্টেশন শর্ত আরোপ থাকতে পারে।

হালনাগাদ হেনলি ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের র‌্যাঙ্ক ও ভিসা-ছাড়ার গন্তব্যসংখ্যা সাম্প্রতিক সময়ে কিছু কমেছে; তবু নাগরিকদের জন্য ৩৮টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা আছে, যেখানে ভ্রমণের আগে প্রত্যেক গন্তব্যের অফিশিয়াল ভিসা নীতি যাচাই করা বাধ্যতামূলক।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular