ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআইপিএল অভিষেকেই তিন রেকর্ড গড়লেন আলোচিত বৈভব

আইপিএল অভিষেকেই তিন রেকর্ড গড়লেন আলোচিত বৈভব

নিউজ ডেস্ক: এবারের আইপিএল নিলামে দল পান ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। দল পাওয়ার পরই বেশ আলোচনায় আসেন ভারতের এই ক্রিকেটার। মাত্র ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলট-পালট করলেন বৈভব।

শনিবার (২০ এপ্রিল) জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামে রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে অভিষেক হয় বৈভবের। লখনউয়ের পেসার শার্দুল ঠাকুরকে ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকান ১৪ বছর বয়সী এই ক্রিকেটার। 

রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন বৈভব। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে খেলতে নেমে আইপিএল ইতিহাসে অভিষেকেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার বনে গেলেন তিনি। শুধু এই রেকর্ডই নয়, আরও দুটি রেকর্ড গড়েছেন বৈভব। 

সবচেয়ে কম বয়সে আইপিএলে ছক্কা মারার কীর্তি গড়েছেন তিনি। তাতে ভেঙেছেন তার আইপিএল সতীর্থ রিয়ান পরাগের রেকর্ড। রাজস্থানের জার্সিতে পরাগ ছক্কা মেরেছিলেন ১৭ বছর ১৬১ দিনে। আর দশম ক্রিকেটার হিসেবে ছক্কা দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরুর রেকর্ড গড়েন সূর্যবংশী।

অভিষেক ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছেন বৈভব। ড্রেসিংরুমে ফেরার সময় সূর্যবংশীর চোখের কোণায় দেখা গেছে অশ্রু। ধারাভাষ্যকক্ষে থাকা কার্তিক বলেন, ‘সবার প্রথম বলটা যেভাবে খেলল সে, আমার মনে হয়েছে তার (সূর্যবংশী) চোখে অশ্রু দেখা গেছে। সে কাঁদছিল।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular