রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রোববার (২ মার্চ)গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে পৌর শহরের মহলবাড়ি এলাকা থেকে সুমন ইসলাম (১৮) নামে এক মাদক কারবারিকে আটক করে।
এ সময় তার কাছে ২০০ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সুমন মহলবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে। ওই রাতেই যৌথবাহিনী তাঁকে ইউএনও’র কাছে নিয়ে গেলে ইউএনও রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক আইনে সুমনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, আসামিকে ৩ মার্চ মোমবার সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।