নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লাবিব আফি আনহু সভাপতি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আসমাউল হুসনা অরিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নীলফামারী স্কাউটস ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এরআগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনসিটিএফ জেলা সভাপতি জোনায়েদ সিদ্দিক জিহাদ।
এতে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহসীন রেজা রুপম।
এনসিটিএফ জেলা কমিটির সদস্য কাওসার ইসলাম নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ড নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করে।
এনসিটিএফ কেন্দ্রীয় ইয়ুথ ভলেন্টিয়ার নাঈমুর রহমান জানান, ১১জন সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়।