ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাঙ্গামাটিতে বিএনপি নেতার পাশে হাবীব আজম

রাঙ্গামাটিতে বিএনপি নেতার পাশে হাবীব আজম

রাঙ্গামাটি জেলার প্রবীন বিএনপি নেতা ইন্দ্রজিৎ ত্রিপুরা (৮২) দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিল রোগে ভুগছেন। সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসা সেবা সহায়তায় তাঁর পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে শহরের গর্জনতলীস্থ ইন্দ্রজিতের বাসায় গিয়ে খোঁজ খবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন জেলা পরিষদ সদস্য হাবীব আজম। এসময় অত্র এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম বলেন, সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয়, বরং সে অন্যের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে। সমাজে দুঃস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular