• ঢাকা
  • সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কবি মহসিন হোসাইনের মৃত্যুতে ডিইউজে’র শোক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩২ পিএম
ডিইউজে’র শোক
কবি মহসিন হোসাইন মৃত্যুতে

নিউজ ডেস্ক : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য কবি মহসিন হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।

সোমবার (০৬ মে) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে তারা বলেন, সদস্য প্রয়াত মহসিন হোসাইন সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে নিজের একটি উজ্জ্বল অবস্থান তৈরি করতে পেরেছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতা ও সাতিহত্যাঙ্গনে এক শূন্যতা তৈরি হলো। যা সহজে পূরণ হবার নয়।

গতকাল রোববার (০৫ মে) সকালে নিজ বাসভবনে অসুস্থতা অনুভব করলে তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।  তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।  

সোমবার বাদ জোহর মরহুমের লাশ নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি জাতীয় প্রেস ক্লাব, বাংলা একাডেমী ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image