ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষচট্টগ্রামে জেল হেফাজতে ২ বম নাগরিকের মৃত্যুর বিচার দাবি

চট্টগ্রামে জেল হেফাজতে ২ বম নাগরিকের মৃত্যুর বিচার দাবি

ডেস্ক নিউস: চট্টগ্রামে জেল হেফাজতে লালসাংময় বম এবং লালত্লেং কিম বমের মৃত্যুতে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন পেশার ২৩৫ বিশিষ্ট নাগরিক। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি করেছেন তারা। একই সঙ্গে নিরাপরাধ সব বম নাগরিকের মুক্তির দাবি জানিয়েছেন।

‘কারাবন্দি’ বমদের মুক্তির দাবিতে সোচ্চার ২৩৫ নাগরিকের পক্ষে গতকাল মঙ্গলবার গোলাম মোস্তফা ও মার্জিয়া প্রভা স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, গত ১ জুন চট্টগ্রামে নিপীড়নের শিকার হয়ে জেলহাজতে লালসাংময় বমের মৃত্যু হয়। কুকি-চিন ন্যাশনাল পার্টির সদস্য সন্দেহে লালসাংময়কে ২০২৩ সালে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে ১৫ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি লালত্লেং কিম বম বিনা চিকিৎসায় মারা যান।

বিবৃতিতে বলা হয়, কারাবন্দি অবস্থায়ই লালত্লেং ও লালসাংময় কাঠামোগত হত্যার শিকার হয়েছেন। এভাবে হেফাজতে মৃত্যু রাষ্ট্রের চরম ব্যর্থতা ও নিপীড়নের প্রতিচ্ছবি।

বিবৃতিতে সই করেছেন– আনু মুহাম্মদ, জ্যোতির্ময় বড়ুয়া, রেহনুমা আহমেদ, সারা হোসেন, সাইদিয়া গুলরুখ, সায়েমা খাতুন, স্বাধীন সেন, মাহা মির্জা, হানা শামস আহমেদ, কল্লোল মোস্তফা, মির্জা তাসলিমা সুলতানা, গীতি আরা নাসরীন, শহিদুল আলম, খুশী কবির, সামিনা লুৎফা, কামাল চৌধুরী প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular