ঢাকা  সোমবার, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারী কিশোরগঞ্জে গাছে ঝুলছিল যুবকের লাশ

নীলফামারী কিশোরগঞ্জে গাছে ঝুলছিল যুবকের লাশ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে মোহাম্মদ আলী (৩২) নামে এক নব মুসলিম যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার বাসস্ট্যান্ডের ব্রিজের পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ আলী মুসলমান হওয়ার আগে নাম ছিল সাগর চন্দ্র। তিনি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বড় দিঘিরপাড় এলাকার সুবাস চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে লোকজন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন এ সময়ে তাঁর মরদেহ গাছের সঙ্গে রশিতে ঝুলতে দেখতে পায়। তা দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular