নিউজ ডেস্ক : ঢাকার বেইলি রোডে আগুনের ঘটনা ঘটেছে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে’। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে।
ভবনটিতে পিজ্জা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টুরেন্ট রয়েছে। ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ পোশাকের জনপ্রিয় দোকানও রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: