ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্টর চুরি, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্টর চুরি, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সমাজকর্ম বিভাগ থেকে দুইটি প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ যদি চোরের সন্ধান দিতে পারেন তাকে পঞ্চাশ হাজার টাকা পুরষ্কার দেয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান।

গত বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভারপ্রাপ্ত ড. মোহাম্মদ সাদীকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এবছরের গত ২৮ নভেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সমাজকর্ম বিভাগের ১২৮ ও ১২৯ নং কক্ষ থেকে দুটি প্রজেক্টর চুরি হয়। যদি কোন ব্যক্তি চোরের সন্ধান দিতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরষ্কার হিসেবে দেয়া হবে। উল্লেখ্য যে, তথ্যদানকারী’র সকল তথ্য ও পরিচয় নিশ্চয়তার সাথে গোপন করা হবে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন,’বিশ্ববিদ্যালয় থেকে মোট চারটি প্রজেক্টর চুরি হয়েছে। গত ৭ ডিসেম্বর ম্যানেজমেন্ট বিভাগ থেকেও দিনেদুপুরে প্রজেক্টর চুরি হয়। এর আগে ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে দুইটা প্রজেক্টর চুরি হয়েছে। চোরকে বের করতেই ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular