ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বুধবার থেকে এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সংকটে পড়বে গ্রাহকরা

বুধবার থেকে এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সংকটে পড়বে গ্রাহকরা

নিউজ ডেস্ক:   চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় নিয়মিত গ্যাস সংকটে ভুগছে বিভিন্ন শিল্প-কারখানা ও আবাসিক খাতের গ্রাহকরা। এর মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি এলএনজি টার্মিনাল বুধবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে। এতে সারা দেশে গ্যাস সংকট আরো কিছুটা বাড়তে পারে।

মঙ্গলবার পেট্রোবাংলা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হযেছে।

বিজ্ঞপ্তি তথ্যানুসারে বুধবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনাল থেকে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় অন্য টার্মিনাল থেকে দিনে ৫৭ থেকে ৫৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। দিনে ১৫ থেকে ১৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাবে। এতে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
দেশে দিনে গ্যাসের চাহিদা ৪০০ কোটি ঘনফুট। এর মধ্যে সর্বোচ্চ ৩০০ কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

গতকাল সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত পেট্রোবাংলার দৈনিক গ্যাস উৎপাদন ও সরবরাহ প্রতিবেদন বলছে, দিনে গ্যাস সরবরাহ করা হয়েছে ২৭৬ কোটি ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে এসেছে ৮৩ কোটি ঘনফুট। এ হিসাবে একটি এলএনজি টার্মিনাল বন্ধে গ্যাসের সরবরাহ কমতে পারে ২০ কোটি ঘনফুটের বেশি।

জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। এ ছাড়া গ্যাস বিতরণ সংস্থাগুলোও বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular