• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আবারো আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৫০ পিএম
রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

নিউজ ডেস্ক:  ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ভারত সফরে গেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। হঠাৎ পিটার হাসের ভারত সফর ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ভিসতারা এয়ারের ইউকে-১৮৪ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন পিটার হাস।
 
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে এই ভারত সফরের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
 
অবশ্য এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন এই রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।

সর্বশেষ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। ধারণা করা হচ্ছে, এ সাক্ষাতে আসন্ন নির্বাচন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এরও আগে গত ১৬ নভেম্বর হঠাৎ করে শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত। তখনও তার শ্রীলঙ্কা সফর নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল। 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image