• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সর্বনিম্ন তাপমাত্রায় শীতে কাঁপছে নওগাঁ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৫ এএম
শীতে কাঁপছে নওগাঁ
সর্বনিম্ন তাপমাত্রা

নিউজ ডেস্ক : তিনদিন ধরে নওগাঁয় দেখা মিলছে না সূর্যের। কয়েকদিনের ঘন কুয়াশায় হিমশীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত।  

শনিবার (১৩ জানুয়ারি) এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি। যা এই মৌসুমে সবচেয়ে কম।
 
সরেজমিন দেখা যায়, সকাল থেকে ঘন কুয়াশায় বরেন্দ্র জনপদের পথঘাট ঢেকে রয়েছে। তীব্র শীতে জনজীবন ব্যাহত হচ্ছে। সপ্তাহ জুড়ে চলা বৈরী আবহাওয়ায় থমকে গেছে কাজকর্ম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
 
স্থানীয় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হামিদুল হক জানান, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জনপদে। যা আরও ২-৩ দিন অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা জানান, এ সময় বোরো মৌসুমের ধান রোপণের জন্য ব্যস্ত থাকে চাষিরা। কিন্তু কনকনে ঠান্ডায় মাঠে নামতে পারছে না তারা। এতে ফলন বিলম্বিত হবে মনে করছে কৃষি বিভাগ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেয় আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়, দেশের চার জেলা: কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) বইছে। তা অব্যাহত থাকতে পারে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image