নিউজ ডেস্ক: ঠাণ্ডা আবহাওয়ার কারণে দিল্লি সরকার রাজ্যের স্কুলগুলোতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শীতকালীন ছুটির মেয়াদ ১২ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।
দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি সিং (যিনি শুধু অতিশি বা অতিশি মারলেনা নামেও পরিচিত) এক্সে পোস্ট করে এই তথ্য জানান। তিনি বলেন, 'ঠাণ্ডা আবহাওয়া অব্যাহত থাকায় আগামী পাঁচ দিনও দিল্লির স্কুলগুলো নার্সারি থেকে ক্লাস ফাইভের শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে।'
দিল্লি সরকার ছুটির মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছিল। এই ছুটির আওতায় সব ধরনের সরকারি, আধা-সরকারি ও বেসরকারি স্কুল অন্তর্ভুক্ত।
দিল্লিতে প্রবল শৈত্য প্রবাহ চলছে। ঘন কুয়াশা, হালকা বৃষ্টিপাত ও তাপমাত্রা কমে যাওয়া আগামী কয়েকদিনের জন্য দেশটির আবহাওয়া অধিদপ্তর দিল্লিতে 'ইয়েলো অ্যালার্ট' জারি করেছে। মূলত এ কারণেই স্কুল বন্ধ রাখার উদ্যোগ নেয় আম আদমি পার্টির রাজ্য সরকার।
নয়া দিল্লির গড় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে, যা এ মৌসুমের স্বাভাবিক সময়ের গড় তাপমাত্রার চেয়ে অন্তত দুই ডিগ্রি কম।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: