• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জেলা কারাগারে কয়েদির মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৩২ এএম
জেলা কারাগারে
কয়েদির মৃত্যু

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা কারাগারে বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২) সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান সাজাপ্রাপ্ত আসামি বেলায়েত হোসেন ভূঁইয়া'র বিষয়টি নিশ্চিত করেন।

ওই আসামি তার পালক পুত্র হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

জেলা কারাগারে বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২) লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধুপুর গ্রামের হেদায়েত হোসেন ভূঁইয়ার পুত্র।


বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২) পালক পুত্রকে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর আদালত তাকে ১০ বছরের সাজা দেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বলেন, দীর্ঘদিন ধরে জেলা কারাগারে বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২) অসুস্থ ছিলেন।

বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক শামীম আফজাল বলেন, বেলায়েতকে মৃত অবস্থায় আনা হয়েছে।

বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২) কী কারণে মৃত্যু হয়েছে? তা এখনই বলা যাচ্ছে না। মরদেহ মর্গে আছে।

কারাগার সূত্র জানায়, বেলায়েত তার পালক পুত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার হোন। পরে তিনি জামিনে মুক্ত হয়েছিলেন। এরমধ্যে মামলার রায়ে তিনি সাজাপ্রাপ্ত হন। রায়ের সময় তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে কারাগারে নেওয়া হয়।

তবে হত্যা মামলার রায় কবে হয়েছে সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image