
ডেস্ক রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে দাম না কমলে ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি করা হবে। অন্যদিকে সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে এর প্রভাব না পড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
দুদিনের সফরে শুক্রবার (১৯ মে) রংপুরে গিয়ে সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, পেঁয়াজের দাম বেড়েছে; বাজার মনিটরিং করা হচ্ছে। দাম না কমলে আমদানির ব্যবস্থা করা হবে এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। কাঁচা বাজারের সবকিছু বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয় কাঁচা বাজার নিয়ন্ত্রণ করে। এছাড়া বাজারের সার্বিক পরিস্থিতি খারাপ নয় বলে মন্তব্য করেন মন্ত্রী।
এছাড়া পেঁয়াজের উৎপাদন, চাহিদা ও আমদানির তথ্য তুলে ধরে কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছিল, গত দুবছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ টনেরও বেশি। চলতি বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৪ লাখ টনের বেশি। আর বর্তমানে মজুত আছে ১৮ লাখ ৩০ হাজার টন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: