• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গোপালগঞ্জ ২৫০ শয্যা  হাসপাতালে ৭ দালালকে জরিমানা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৯ পিএম
গোপালগঞ্জ ২৫০ শয্যা  হাসপাতালে
৭ দালালকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি: চিকিৎসা সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এবং রোগী বাগিয়ে নিয়ে যাওয়া দালালদের ধরতে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে অভিযান চালিয়েছে মেডিকেল প্রশাসন ও জেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে ৭ জনকে আটক হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ জিল্লুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতোশ বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিপা বেপারি, মেডিকেল অফিসার এসএম সাকিবুর হাসান প্রমুখ। 

গোপালগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, হাসপাতালে ঢুকে শহরের বিভি- ন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের কর্মচারীরা রোগীদের ভাগিয়ে নিয়ে যায় দালালেরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image