• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হজ পালনে মক্কায় পৌঁছেছেন ৫৩ হাজারেরও বেশি বাংলাদেশি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০১ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম
৫৩ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট

নিউজ ডেস্ক:  পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ১৮০ জন হজযাত্রী। অন্যদিকে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মোট ১৩৬টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান। শনিবার (১ জুন) সকালে হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শুক্রবার (৩১ মে) রাত ২টা পর্যন্ত পর্যন্ত সর্বমোট ৫৩ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৯ হাজার ৪৩৩ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

এদিকে সব হজযাত্রীর ভিসা হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এবার বছর সরকারিও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। তাদের সবাই পুরুষ। এদের মধ্যে মক্কায় ছয় এবং মদিনায় দুইজন বাংলাদেশি।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image