• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান বিরাট কোহলির


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০২ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৪৫ পিএম
মুখোমুখি হয়ে রেকর্ড গড়লেন কোহলি
রেকর্ড গড়লেন কোহলি

নিউজ ডেস্ক:  টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান এখন বিরাট কোহলির। নিজের পঞ্চম বিশ্বকাপে এসে এক হাজারের বেশি রান করেছেন এই ডানহাতি ব্যাটার। ভেঙেছেন মাহেলা জয়াবর্ধনের ১ হাজার ১৬ রানের রেকর্ড। 

বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৪৪ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। আটটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। ওই ইনিংস খেলার পথে লঙ্কান কিংবদন্তিতে ছাড়ান তিনি। ইনিংসের সপ্তম ওভারে ১৩তম বলের মুখোমুখি হয়ে রেকর্ড গড়নে কোহলি। 

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছে ভারতীয় টপ অর্ডার ব্যাটার। তিনি পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে পরপর ফিফটি করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাসেনি কোহলির ব্যাট। ফিরে যান ১২ রান করে। তবে বাংলাদেশের বিপক্ষে খেললেন দুর্দান্ত ইনিংস। 

কোহলি প্রথম টি-২০ বিশ্বকাপ খেলেন ২০১২ সালে। ওই আসরে তার ব্যাট থেকে আসে ১৮৫ রান। পরের বিশ্বকাপে আসরের সর্বোচ্চ ৩১৯ রান করেন ভারতীয় ব্যাটার। ২০১৬ আসরে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৩ রান করেন। এবারের বিশ্বকাপেও তিনি বড় রান করার পথে আছেন। 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image