• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রম অধিকারের অগ্রগতি যুক্তরাষ্ট্রকে জানানো হবে: বাণিজ্য সচিব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫২ পিএম
তিনবার শ্রম আইন সংশোধন করা হয়েছে
সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

নিউজ ডেস্ক:  শ্রম অধিকার সংশ্লিষ্ট অগ্রগতি সম্পর্কে শিগগিরই যুক্তরাষ্ট্রকে জানানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, শ্রম আইনের সংশোধন ও বেজা আইনের মাধ্যমে শ্রম অধিকারের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রকে এ অগ্রগতির চিত্র জানানো হবে।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তপন কান্তি ঘোষ বলেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশের কিছু শর্ত ছিল। শ্রম আইন ও বেজা আইন নিয়ে যুক্তরাষ্ট্রের যে চাওয়া ছিল, তা অনেকটাই পূরণ করা হয়েছে। গত কয়েক বছরে তিনবার শ্রম আইন সংশোধন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে পোশাক খাতে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে- এমনটা আমরা মনে করছি না। বাণিজ্য নিষেধাজ্ঞা আসার মতো বাংলাদেশের শ্রমিকদের অধিকারের অবস্থা এখন নেই বলেও তিনি।

তৈরি পোশাক খাতে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা হয়েছে, যা জানুয়ারি থেকে কার্যকর হবে উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া শ্রমিক কল্যাণে আরও কী করা যায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image