
নিউজ ডেস্ক: দলীয় ৪০ রানেই ৩ উইকেট পড়ার পর সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম জুটি গড়ে দলকে নিয়ে যান সামনের দিকে। দুজনের ১৫৯ রানের জুটিতে সাকিব সেঞ্চুরির খুব কাছে গিয়েও কাঁটা পড়েছেন ৮৭ রানে। তবে দেখেশুনে খেলে সেঞ্চুরি তুলে নেন মুশফিক।
অভিজ্ঞ এই ব্যাটারের ১০ম টেস্ট সেঞ্চুরিতে ভর করেই বড় লিডের দিকেই ছুটে বাংলাদেশ। ১৩৫ বলে সাদা পোশাকে নিজের ১০ম সেঞ্চুরি তুলে নেনে মুশফিক। দলীয় ২৮৬ রানে ৪১ বলে ৪৩ রান করে আউট হন লিটন। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ।
শতকের পর ক্রিজে আসা মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। তবে দলীয় ৩৩১ রানে আউট হন মুশফিক। ১৬৬ বলে ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান মিস্টার ডিপেন্ডেবল।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: