• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৩৮ পিএম
আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ
প্রতিকী ছবি

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পারভেজ খান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরো পাঁচজন।

১৩ এপ্রিল সকালে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহাগ বলেন, গুলিবিদ্ধদের মধ্যে রাব্বির অবস্থা শঙ্কামুক্ত। তবে গুলিবিদ্ধ পারভেজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার আহম্মেদ গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দু'জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শনিবার সকালে আহম্মেদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুইজন গুলিবিদ্ধসহ আহত হন ছয়জন। এ সময় গুলিবিদ্ধ পারভেজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।   

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান পারভেজ খান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image