• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

র‌্যাব ‘এস্কর্ট’ দিয়ে  পৌঁছে দিচ্ছে দূরপাল্লার বাস ও পণ্যবাহী পরিবহন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৩ এএম
দূরপাল্লার বাস ও পণ্যবাহী
র‌্যাব ‘এস্কর্ট’ দিয়ে  পৌঁছে দিচ্ছে পরিবহন

নিউজ ডেস্ক : বিএনপি ও সমমনা দলগুলোর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‌্যাবের ৪২৪টি টহল দল মোতায়েন করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৩২টি টহল দলসহ সারাদেশে ৪২৪টি টহল দল মোতায়েন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব টহল দল।

বিএনপির ডাকা নবম দফা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীর জনজীবনে তেমন কোনও প্রভাব পড়েনি।স্বাভাবিকভাবেই চলছে গণপরিবহন। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্য দিনের তুলনায় কম।

যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

রাজধানীর বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, ঢাকায় গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর বিভিন্ন মেয়াদে এ নিয়ে ৯ বার অবরোধের ডাক দেয় দলটি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image