• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাস ট্রেনে আগুন দেওয়ায় উদ্বেগ জানিয়ে ৫১ সাংস্কৃতিক ব্যক্তিত্ব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৫৯ পিএম
বাস ট্রেনে আগুন দেওয়ায় উদ্বেগ
৫১ সাংস্কৃতিক ব্যক্তিত্ব

নিউজ ডেস্ক:  রাজনৈতিক কর্মসূচির নামে ট্রেন, বাসসহ বিভিন্ন পরিবহনে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৫১ জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে আজ রোববার যৌথ বিবৃতি দিয়েছেন তাঁরা।

সব রাজনৈতিক দলকে সংবিধান সমুন্নত রেখে আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয় বিবৃতিতে। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, রাজনীতি হলো দেশ ও মানুষের কল্যাণের জন্য। যেকোনো রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পদ্ধতি হলো আলাপ-আলোচনা।

বিবৃতিতে আরও বলা হয়, দেশি-বিদেশি ষড়যন্ত্রে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা এবং বাণিজ্য নিষেধাজ্ঞার আশঙ্কায় যাঁরা পুলকিত বোধ করেন, তাঁদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা অসংগত নয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বিবৃতি প্রদানকারী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা হলেন সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, সেলিনা হোসেন, কেরামত মওলা, নাসির উদ্দীন ইউসুফ, আশরাফুল আলম, লায়লা হাসান, গোলাম কুদ্দুছ, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, মিলন কান্তি দে, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নাজমুল হাসান, নিসার হোসেন, মাহমুদ সেলিম, সারা যাকের, লাকী ইনাম, মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, ঝুনা চৌধুরী, কাউসার চৌধুরী, মিজানুর রহমান, মীর বরকত, দেবপ্রসাদ দেবনাথ, কাজী মিজানুর রহমান, আজমল হোসেন, বিপ্লব প্রসাদ, শামসুল আলম, দিলীপ ঘোষ, নিগার চৌধুরী, কামাল পাশা চৌধুরী, মুনীরুজ্জামান, শিমূল ইউসুফ, রতন সিদ্দিকী, আক্তারুজ্জামান, চন্দন রেজা, রফিকুল ইসলাম, ইকবাল খোরশেদ, আহমদ গিয়াস, আজহারুল হক, অনন্ত হিরা, মোহাম্মদ বারী, রবীন্দ্র গোপ, আসলাম সানী, ফকির সিরাজুল ইসলাম, মীর জাহিদ হাসান, মানজার চৌধুরী, গোলাম সরোয়ার, আহসান হাবিব, রওনক হাসান, সঙ্গীতা ইমাম ও আহকাম উল্লাহ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image