• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভুল ও নেতিবাচক রাজনীতি করে যাচ্ছে বিএনপি: কাদের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৪ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:২২ পিএম
ওবায়দুল কাদের, দ্রব্যমূল্যে ‘অরাজক পরিস্থিতি’র সৃষ্টি, বিএনপিই মজুতদার ও সিন্ডিকেটের পৃষ্ঠপো

নিউজ ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন দ্রব্যমূল্যেঅরাজক পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপিই মজুতদার সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা মদত দিচ্ছে

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সরকার ছিল ব্যবসায়ী সরকার আওয়ামী লীগ ব্যবসা করতে আসেনি এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হাল ছেড়ে দিয়েছে কথা মনে করার কোনও কারণ নেই বিভিন্নভাবে সরকার পরিকল্পনা নিয়ে যে অশুভ চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে জন অসন্তোষের কারণ সৃষ্টি করছে তাদের কোনও অবস্থাতেই ছাড় দেওয়া হবে না

বর্তমানে অর্থনীতির সংকট আছে, স্বীকার করে তিনি বলেন, ‘এজন্য আমরা দায়ী নই বিশ্বে যুদ্ধ-বিগ্রহ যেভাবে প্রসারিত হচ্ছে তাতে অর্থনীতির উপর প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে থাকে, সে ব্যাপারে সরকার যথেষ্ট তৎপরতায় কাজ করে যাচ্ছে

বিদ্যুতে যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে এই ভর্তুকি ধীরে ধীরে কমাতে চাই সে কারণে সমন্বয় করাটা জরুরি হয়ে পড়েছে বিদ্যুৎ সুবিধা যদি বজায় রাখতে চাই তাহলে সমন্বয়টা আমাদের করতে হবে

ক্ষমতায় থাকাকালে বিএনপি দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং এবং সেখানে বিদ্যুতের দাম পাঁচ বছরে তারা বার বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুৎ দিয়েছে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং এই আন্দোলনে সরকারের পতন অবশ্যই হবে এক বিএনপি নেতার এমন মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন প্রশ্ন হচ্ছে দেশে একটা নির্বাচন হয়ে গেল তারা নির্বাচনে অংশ নেয়নি আন্দোলনের নামে সন্ত্রাসের মহড়া দিয়েছে আগুন সন্ত্রাস করেছে আন্দোলনের নামে কত ভয়ংকর ভূমিকায় বিএনপি হতে পারে সেটা তারা করে দেখিয়েছে বারে বারে জনগণের সম্পৃক্ত ছিল না বলে অতীতে তারা ব্যর্থ হয়েছে

তিনি বলেন, ‘ভুল নেতিবাচক রাজনীতি করে যাচ্ছে বিএনপি তারা একসময় নিশ্চয়ই স্বীকার করবে আন্দোলনে তাদের ভুল আছে উপজেলা নির্বাচনে বিএনপি দলগতভাবে অংশ না নিলেও তৃণমূলে নেতারা নিজেদের অস্তিত্ব রক্ষায় নির্বাচন করবে বলে মনে করেন ওবায়দুল কাদের তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দলটির মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব চলছে আমরা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করছি না এমন অবস্থায় স্বতন্ত্র পরিচয়ে বিএনপির অনেকে নির্বাচন করবে দলীয়ভাবে যাই করুক যারা তৃণমূলে আছেন তারা তাদের অস্তিত্বের বিষয় আছে তৃণমূলে অস্তিত্ব নিয়ে টিকে থাকার প্রশ্ন আছে আমার ধারণা বিএনপির অনেকেই অংশ নেবে দলগতভাবে তারা যাই বলুক কেন

সময় বিদেশে আওয়ামী লীগ সরকারের সাবেক এক মন্ত্রীর বিপুল অর্থ সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন, ‘দুর্নীতি করে কেউ ছাড় পাবে না তিনি মন্ত্রী হন আর যেই হোন

 

 

ঢাকানিউজ২৪.কম / এস

আরো পড়ুন

banner image
banner image