• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডি এন্ড এইচ পরিবারের সদস্যরা কেক কেটে ব্লাড ডোনেশন উদযাপন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫৪ পিএম
ডি এন্ড এইচ পরিবারের সদস্যরা
কেক কেটে ব্লাড ডোনেশন উদযাপন

তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : শুক্রবার (১৫মার্চ) ডি এন্ড এইচ ব্লাড ডোনেশন ক্লাব ও ডি এন্ড এইচ যুব ক্রীড়া সংঘ এর ১০০০ তম ব্লাড ডোনেশনকে স্মরনীয় করে রাখতে ক্লাবের সভাপতি ডা:মো:খোরশেদ আলম (মিল্লাত) তার ব্যাক্তিগত ৪৮ তম ডোনেশনের মাধ্যমে কেক কেটে দিনটিকে আরো স্মরণীয় করে তোলেন।

এই সময় উপস্থিত ছিলেন ডি এন্ড এইচ ব্লাড ডোনেশন ক্লাব ও ডি এন্ড এইচ যুব ক্রীড়া সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা:মো:খোরশেদ আলম (মিল্লাত) সহ ডি এন্ড এইচ ক্লাবের সদস্য হারুনর রশীদ, নাইম ভূঁইয়া, হাবিব পাঠান, মাসুদ আলম, রাকিব শেখ, নাইম দুলাল, হাসান দুলাল, শাওন, জাবেদ, জুবা, তুহিন, সিপাত, শাওন ভাগিনা, শামীম সহ আরো প্রায় দুই শতাধিক সদস্য এবং ভিডিও কনফারেন্সে যুক্ত চিলেন প্রতিষ্ঠাতা সদস্য রুবেল হোসেন

২০১১ সালের জুন মাসের ০১ তারিখে দুধরাজপুর এবং হিরাপুর দুই গ্রামের ১৬ জন সদস্য মিলে (ডি.এন্ড.এইচ) নামকরণ করে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। ২০১১ সাল থেকে খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ক্লাবটির পরিচিতি পায়। যা কালের বিবর্তনে রামগঞ্জের ১০ টি ইউনিয়নে খুব পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image