
সজিবুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নারীর কন্ঠ নকল করে প্রবাসীদের ফাঁদে ফেলে প্রতরণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের পিয়াস আলী (২৭) নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সিপিসি-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত ওই যুবক উপজেলার গন্ডবিল গ্রামের ইমতিয়াজ আলীর ছেলে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করে গোপনে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারনার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিতজনদের কাছে থেকে টাকা হাতিয়ে আসছিল ওই যুবক। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে একটি মোবাইলসহ ওই যুবককে গ্রেপ্তার করে। পরে তার নামে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: