মোস্তাক আহম্মেদ, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ভোকেশনাল শাখার ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে হাতিয়ে নেয়া অতিরিক্ত অর্থ অবশেষে ফেরত দিলেন অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন।
জানা গেছে, এসএসসি পরীক্ষার আগে ওই শিক্ষক বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থীর কাছ থেকে সর্বোচ্চ নাম্বার দেয়াসহ বিভিন্ন অজুহাতে অর্ধ লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু গত ১৯ মার্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নানকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেন শিক্ষক ইকবাল হোসেন। এ ছাড়া ওই স্কুলের পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং বাবদ নেয়া অর্থের ভাগ-বাটোয়ারা নিয়েও চলছে কানাঘুষা।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান সোমবার (২৫ মার্চ) জানান, ৩৮ জন শিক্ষার্থীর কাছ থেকে নেয়া অতিরিক্ত ২১ হাজার টাকা ফেরত দিয়েছেন শিক্ষক ইকবাল হোসেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: