• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৪ বিভাগীয় শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  ভর্তি পরীক্ষা হবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৩৯ পিএম
ভর্তি পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক : আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পৃথক চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চারটি সরকারি কলেজের স্নাতক পাস শিক্ষার্থীরা আসন ফাঁকা থাকা সাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে (স্নাতকোত্তর) ভর্তি হতে পারবেন।

এসব বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম। 

তিনি বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে দেশের চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী। যাতায়াতের অসুবিধা, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। আবাসনসংকট, যাতায়াতের অসুবিধা, অর্থের অপচয়, যানবাহনে বাড়তি ভাড়া আদায়সহ বিভিন্ন ধরনের ভোগান্তির সম্মুখীন হন তারা। অভিভাবকদের দাবি ছিল ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও যেন বিভাগীয় শহরগুলোতে আয়োজন করা হয়। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image