• ঢাকা
  • সোমবার, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পাকিস্তানী নাগরিকের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:২৫ এএম
পাকিস্তানের জহির উদ্দিনের ছেলে আলেফজান (৬৫)
সাজাপ্রাপ্ত পাকিস্তানী নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক:  গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি পাকিস্তানের এক নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকেল ৫টায় কারাগার পার্ট-২ এ তার মৃত্যু হয়।

মারা যাওয়া কয়েদি হলেন, পাকিস্তানের জহির উদ্দিনের ছেলে আলেফজান (৬৫)।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আলেকজান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মারা যাওয়া ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক। তিনি মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। কারাবিধি অনুয়ায়ী মরদেহ হস্তান্তরসহ অনান্য প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image