
নিউজ ডেস্ক : সরকার সুশাসনের ক্ষেত্রে সবসময় সহায়ক অবস্থানে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালোভাবে দেশ চালাচ্ছেন বলেছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। দক্ষ হাতে সবকিছুর ব্যবস্থাপনা করছেন। সবকিছু ভালো রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সোমবার বিএসইসি মাল্টিপারপাস হলে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) আয়োজিত ‘মুদ্রানীতি জানুয়ারি-জুন ২০২৩: অর্থনীতি ও পুঁজিবাজারের ওপর সম্ভাব্য প্রভাব’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
বিএসইসি চেয়ারম্যান বলেন, কাউকে বাদ রেখে এগিয়ে যাওয়া যায় না। সবাইকে সঙ্গে নিতে হয়। সবার অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের অর্থনীতি আজ এতটা শক্তিশালী হতে পেরেছে।
তিনি আরো বলেন, দেশের অর্থনীতি ও পুঁজিবাজারকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে বাংলাদেশ ব্যাংক, এনবিআরের সঙ্গে কাজ করছি।
কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে এবং দেশের উন্নয়নে উদ্যোক্তাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অধ্যাপক শিবলী রুবাইয়াত।
সেমিনারে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: