• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দিল্লির তাপমাত্রা ৩.৬ ডিগ্রিতে নামলো 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৪৯ পিএম
৩.৬ ডিগ্রিতে নামলো 
দিল্লির তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ভারতজুড়ে তীব্র ঠাণ্ডা অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে এটিই সবচেয়ে কম। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে দেশটির রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 

দিল্লির তাপমাত্রা শনিবার (১৩ জানুয়ারি) ৩ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে । 

ভারতের আবহাওয়া দফতর সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১২ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা নেমেছিল ৩ দশমিক ৯ ডিগ্রিতে। আগামী কয়েকদিন দিল্লিতে এমন তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটিরর আবহাওয়া অফিস।

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, দিল্লিতে দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে ২০০ মিটার। শনিবার সকালে দেশটির রাজধানীর বেশ কয়েকটি অঞ্চল ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে।
 
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিরূপ আবাহওয়ার কারণে দিল্লিগামী ১৮টি ট্রেন ১-৬ ঘণ্টা বিলম্বে ছেড়েছে। ঘন কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
 
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দিল্লির পাশাপাশি হরিয়ানা, চণ্ডীগড়ের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পর্যন্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image