• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৯ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৪৩ এএম
ফিলিস্তিন দূতাবাস, গার্ডরুম, সহকর্মী, পুলিশ সদস্য, গুলিতে  নিহত
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক ; রাজধানীর গুলশান-বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় গুলশান থানার ক্ষেত্রাধিন ফিলিস্তিন দূতাবাসের সামনের উত্তর পাশের গার্ডরুমে গুলিতে নিহত হন কনস্টেবলের নাম মো. মনিরুল। তাকে গুলি করেন সহকর্মী কনস্টেবল কাউসার আহমেদ। ঘটনাস্থলে একজন পথচারীও গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৮ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, 'সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারি আহত হয়েছে বলে শুনেছি।'

তিনি জানান, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এ বিষয়ে সূত্রে জানা যায় রাত ১২টার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে ঘটনার কিছুক্ষণ আগে কথা কাটাকাটি চলছিল কনস্টেবল মনির ও কনস্টেবল কাউসারের মধ্যে। সেই কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের সঙ্গে থাকা পিস্তল বের করে কাউসারকে গুলি করেন মনির। কনস্টেবল কাউসার আহমেদের গুলিতে অপর কনস্টেবল মনিরুল মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে পথচারী- জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন এলেপাথারি গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে তিনটি গুলি লেগেছে।

ইউনাইটেড হাসপাতাল থেকে সূত্রে জানা যায়, গুলশান থেকে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকানিউজ২৪.কম / এম.এইচ.এফ

আরো পড়ুন

banner image
banner image