
নিউজ ডেস্ক: ইউক্রেনে ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় ইউক্রেনে হামলা বন্ধ ও সংকট নিরসনে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করার জন্য পুতিনকে প্রস্তাব দেন তিনি।
সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের এ তথ্য জানান ফরাসি প্রেসিডেন্ট। খবর বিবিসির।
তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে পুতিনের সাথে যোগাযোগ করতে বলেছিলেন। কারণ পুতিনের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছিলেন জেলেনস্কি।
পুতিনকে ফোন করার কারণ সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট জানান, সামরিক অভিযান বন্ধ করার জন্য রুশ প্রেসিডেন্টকে ফোন করেছিলেন তিনি।
তিনি আরও বলেন, ‘ইউক্রেনে হামলা বন্ধ ও সংকট নিরসনে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যোগাযোগ ও আলোচনা করার জন্য পুতিনকে প্রস্তাব দেওয়া হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘাত চলছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেনে রুশ হামলার প্রথমদিনে সামরিক ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: