• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক লিপু, বিস্মিত সুজন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৫৪ পিএম
আবাহনীর অধিনায়ক ছিলেন
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু

নিউজ ডেস্ক:  বাংলাদেশ দলের প্রধান নির্বাচক করা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। সোমবার বিসিবির বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচক নিয়োগের কাজটি করেছে জালাল ইউনুসের নেতৃত্বাধীন ক্রিকেট অপারেশন্স বিভাগ। সেই কমিটির ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। লিপুর নির্বাচক হওয়া প্রসঙ্গে নিজে কিছু না জানায় বিস্ময় প্রকাশ করেছেন সুজন।

লিপুকে প্রধান নির্বাচক করায় সন্তুষ্টি প্রকাশ করে সুজন আরও বলেন, লিপু ভাইয়ের অনেক ক্রিকেট মেধা। আমাদের অনেক সিনিয়র। বাংলাদেশের ক্রিকেটকে অনেকদিন ধরে দেখছেন। জাতীয় দলের অধিনায়ক ছিলেন, আবাহনীর অধিনায়ক ছিলেন। উনাকে নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। উনি আসাতে ভালো হতে পারে। নির্বাচক হতে পারেন বা এমন কিছু আমি আগে শুনিনি। খুবই চমকপ্রদ সিদ্ধান্ত এসেছে বিসিবি থেকে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন সুজন।তিনি বলেন,  'আমি তো ক্লিয়ার করলাম আমি জানি না কিছু। আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আমি জানিই না, ক্রিকেট অপারেশন্স সিলেক্টর নিচ্ছে, কে হচ্ছে। খুবই অবাক করার মতো। আমার এই পজিশনে থাকার প্রয়োজন কী সেটাও জানি না আসলে।'

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image