
নিউজ ডেস্ক : আমরা চাই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোনো কারচুপি চাই না। আমরা স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চাই। সেখানে কেউ যদি আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়, সেটিকে আমরা স্বাগত জানাই।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়া নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচন ইস্যুতে সরকার চাপে আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রক্সি ওয়্যার দেখতে চাই না। কারণ আমরা অত্যন্ত পরিষ্কার যে, আমরা সুন্দর একটি নির্বাচন করব।
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার কোনো ধরনের কারচুপি চায় না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলো মাতবরি করলে তা সহ্য করা হবে না।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: