• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:০২ পিএম
জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনী
সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সপ্তাহব্যাপী ‘সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর সামরিক নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাঁথা, বর্তমান সরকারের ১৫ বছরে সশস্ত্র বাহিনীর উন্নয়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান সংশ্লিষ্ট বিষয়ের উপর নির্মিত স্টলসমূহ পরিদর্শন করেন।

উল্লেখ্য, এ সমরাস্ত্র প্রদর্শনী আগামী ৩০ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

 

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image